অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে- বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা হবে। আজ (২৬ ফেব্রুয়ারি ২০২০) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয়ে উপাচার্যদের নিয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়।
কেন্দ্রীয়ভাবে সব বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা একই সঙ্গে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইউজিসি। ৭ কৃষি বিশ্ববিদ্যালয়ে যেভাবে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেভাবেই সমপর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলোকে ৪টি গুচ্ছে ভাগ করে এই ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোকে একটি গুচ্ছ করে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি, কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি এবং সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আরেকটি গুচ্ছ করে এই ভর্তি পরীক্ষা হবে।
তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ইউজিসির এই সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেবে না।
বর্তমানে দেশে ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় চালু রয়েছে। এর মধ্যে ৩৯টিতে অনার্সে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। এগুলোর আসন সংখ্যা প্রায় ৬০,০০০। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে প্রথমে গুচ্ছ ভিত্তিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ইউজিসি।
৪ ধাপে গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে

Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review