চবির ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ১১৪৩


এডু ডেইলি ২৪ প্রকাশ: নভেম্বর ২৮, ২০১১, ১২:৩৮ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১১ অপরাহ্ন /
চবির ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ১১৪৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার ফল স্থগিতের পর  গতকাল নতুনকরে ফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে এক হাজার ১৪৩ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পূর্বঘোষণা অনুযায়ী ভর্তি পরীক্ষায় পূর্ণমান ১০০ এবং পাস নম্বর ৪০ রাখা হয়। তবে মোট ১০০ নম্বরের মধ্যে ৪০ পেলেই কাউকে উত্তীর্ণ বলে ধরা যাবে না বলে ঘোষণা করা হয়। উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে ১০০ নম্বরের মধ্যে ৪০ পাওয়ার পাশাপাশি বাংলায় ১০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪ এবং ইংরেজিতে ১৫ নম্বরের মধ্যে ন্যূনতম ৬ পাওয়া বাধ্যতামূলক করা হয়। বাংলা বা ইংরেজি কিংবা উভয় বিষয়ে কেউ ন্যূনতম নম্বরের কম পেয়ে ৪০ কিংবা এর বেশি পেলেও তাঁকে অনুত্তীর্ণ বলে বিবেচনা করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু গত শনিবার রাতে ফল ঘোষণা করতে গিয়ে দেখা যায়, ‘এ’ ইউনিটে ৬৭৮টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় ৪০০ জনের কম শিক্ষার্থী উত্তীর্ণ হন।

Rate this post