চবি: কলা ও মানববিদ্যা’র (বি-১ ইউনিট) ফল প্রকাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক (সম্মান) শ্রেণীতে (২০১২-১৩ শিক্ষাবর্ষ) কলা ও মানববিদ্যা অনুষদের (বি-১ ইউনিট) বিভিন্ন বিভাগে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ ফলাফল প্রকাশ করা হয় বলে জানিয়েছে চবি কর্তৃপক্ষ।
চবি সূত্র জানায়, এ অনুষদের আওতায় বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস ও ইসলামের ইতিহাসে মোট ৫০০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ ও ৭ ডিসেম্বর।
ওয়েবসাইটের (www.cu.ac.bd) পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের নোটিস বোর্ডেও ফলাফল পাওয়া যাবে। এছাড়াও মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে শিক্ষার্থীরা।
এদিকে বৃহস্পতিবার সকালে ‘ই’ ইউনিটের (আইন অনুষদ) ভতি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।