চবি : ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কাল থেকে


এডু ডেইলি ২৪ প্রকাশ: নভেম্বর ৩, ২০১৩, ৯:৫৬ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:০৮ অপরাহ্ন / ৩৬
চবি : ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কাল থেকে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৩-১৪ শিক্ষবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র পাওয়া যাবে আগামীকাল (৪ নভেম্বর)। ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করতে হবে।

প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করার পদ্ধতি :
এক কপি রঙ্গিন ছবি (300 x 300 pixel , file size less than 100kb) স্ক্যান করে কম্পিউটারে রাখতে হবে । এর পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে নির্দিষ্ট স্থানে প্রথমে নিজ নিজ user ID ও Password প্রবেশ করাতে হবে । এর পর Photo upload করার option পাওয়া যাবে । তখন Photo upload করে এডমিট কার্ড ডাউনলোড করে দুকপি প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট কপির নির্ধারিত স্থানে (Student’s Signature) আবেদনকারীর সাক্ষর দিতে হবে । প্রবেশপত্রের দুটি কপির প্রতিটিতে এক কপি করে সত্যায়িত ছবি যুক্ত করতে হবে । এরপর দুটি প্রবেশপত্রের মধ্যে এক কপি নিজের কাছে রাখতে হবে, অন্য কপি পরীক্ষার নিয়োজিত পরিদর্শকের কাছে জমা দিতে হবে । এডমিট কার্ডে ছাত্র ছাত্রীদের নাম, ইউনিট, রোল নং, পরীক্ষা কেন্দ্র, ভবন, কক্ষ নং, পরীক্ষার তারিখ ও সময় লেখা থাকবে।
Rate this post