চাকরির খবর

বিসিএস ও অন্যান্য চাকরির প্রস্তুতির বুকলিস্ট

১। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা :
৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির বোর্ড বইয়ের ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করুন। সম্ভব হলে নবম শ্রেণির উচ্চতর গণিত বইটিও সংগ্রহে রাখুন। বোর্ড বই শেষ হলে বাজারের যেকোন একটি গাইড বই থেকে প্র্যাকটিস করে ফেলুন (MP3 জর্জ সিরিজের বইটা দেখতে পারেন)
৪০তম বিসিএস প্রিলিতে বোর্ড থেকে কমন ছিল।
এবং মানসিক দক্ষতার জন্য MP3 জর্জ সিরিজের /অথবা প্রফেসর’স সিরিজের যেকোনো একটি বই ফলো করতে পারেন।

২। English Grammar & literature :
ইংলিশের জন্য English Tutor by Kabial Noor স্যারের বইটি ফলো করুন, বইটিতে প্রচুর ব্যাখ্যা, গ্র্যাফসহ সহজবোধ্য উপস্থাপনা আছে, বইটি গোছানো থাকায় আপনি নিজে নিজেই পড়ে ইংলিশে অধিক মার্ক তুলতে পারবেন । সম্ভব হলে PC Dash এর এপ্লাইড গ্রামারটিও রাখতে পারেন। Literature জন্য ওরাকলের মিরাকল বই পড়লেই চলবে।

৩। বাংলা ভাষা ও সাহিত্য :
বাংলা ব্যাকরণের জন্য নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বইটি পড়ুন এবং সাথে বাজারের গাইড বই জর্জের MP3/ প্রফেসর’স বইটি পড়ুন, বাংলা সাহ্যিতসহ কভার হয়ে যাবে।সম্ভব হলে বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (সৌমিত্র শেখর) বইটাও দেখতে পারেন।

৪। সাধারণ জ্ঞান :
বাংলাদেশ ও আন্তর্জাতিক:- বাংলাদেশ ও বিশ্বপরিচয় (৯ম-১০ম শ্রেণি), আরিফ খানের সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান, বাংলাদেশ ও বিশ্ব (জাহিদ সোহেল) মানচিত্রটি পড়ুন । পাশাপাশি বাজারের গাইড বই জর্জের MP3 পড়ে ফেলুন ।
এবং সাম্প্রতিকের জন্য প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ও বিশেষ সংখ্যাটা দেখুন।

৫। সাধারণ বিজ্ঞান :
সাধারণ বিজ্ঞান (৮ম, ৯ম-১০ম শ্রেণি) বোর্ড বইটি দেখুন। এবং বাজারের Tutor সাধারণ বিজ্ঞান বইটা পড়ুন, মনে রাখবেন বিজ্ঞানের বিগত সালের প্রশ্ন কমন বেশি পড়ে, তাই যত বিগত সালের প্রশ্ন আছে পড়ে ফেলুন।

৬। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি :
তথ্য ও প্রযুক্তি বই (৯ম-১০ম শ্রেণি)। উচ্চ মাধ্যমিক কম্পিউটার ১ম ও ২য় পত্র। পাশাপাশি বাজারের ইজি কম্পিউটার বইটি পড়ুন।

৭। ভূগোল,পরিবেশ ও দূর্যোগ ব্যবস্থাপনা :
মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বই (৯ম-১০ম)। পাশাপাশি বাজারের গাইড বই প্রফেসর’স/MP3 বইটি পড়ুন।

৮। নৈতিকতা ও মূল্যবোধ এবং সুশাসন :
উচ্চ মাধ্যমিক পৌরনীতি ১ম ও ২য় পত্র। পাশাপাশি প্রফেসরসের নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন গাইডটি পড়লেই এনাফ।

মেহেদী হাসান, ৩৪তম বিসিএস

Rate this post

Related Articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button