চার ঘণ্টা কর্মবিরতি পালন করবে প্রাথমিক শিক্ষকরা
দুই দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ২১ ও ২২ সেপ্টেম্বর চার ঘণ্টা কর্মবিরতি পালন করবেন। শুক্রবার বিকালে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি এ কথা জানায়।
এছাড়া ২৩ থেকে ৩০ সেপ্টেম্বর (টানা ৭ দিন) পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। এরপরও দাবি আদায় না হলে বিদ্যালয়ে তালা ঝুলানোরও হুমকি দিয়েছে শিক্ষক সমিতি।
উল্লেখ্য, তাদের দুই দাবি হলো- ১. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা প্রদান, ২. সহকারী শিক্ষকদের বেতন স্কেল প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে নির্ধারণ।