চীন সরকারের বৃত্তি

উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দিবে চীন সরকার। ২০১২-২০১৩ সেশনে পড়াশোনার জন্য ‘চাইনিজ গভর্মেন্ট স্কলারশিপ’ শীর্ষক বৃত্তির ঘোষণা দেয় চীন। এ বৃত্তির আবেদনের তথ্য, ফরম ও নির্দেশিকা পাওয়া যাবে এ সাইটে-  http://laihua.csc.edu.cn । সাইটটিতে প্রবেশ করতে হলে রেজিস্ট্রেশন করতে হবে। এ বৃত্তির জন্য আবেদন করতে হবে ২২ মার্চ ২০১২ তারিখের মধ্যে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে বাংলাদেশ সচিবালয়ের ২ নম্বর গেটের ৯ নম্বর কাউন্টারে। আবেদনপত্রের খামের ওপর  ‘বরাবর, উচ-সচিব (বৃত্তি), শিক্ষা মন্ত্রণালয়’ লিখতে হবে। শিক্ষামন্ত্রণায়ের ওয়েবসাইটে প্রকাশিত এ বৃত্তির বিজ্ঞপ্তি পাবেন এ লিংকে- http://www.moedu.gov.bd/index.php?option=com_docman&task=doc_download&gid=2400&Itemid=