ছুটি ৩০ মে পর্যন্ত বেড়েছে

করোনা ভাইরাসের কারণে ছুটি ৩০ মে পর্যন্ত বেড়েছে। করোনা প্রাদুর্ভাবের পর সপ্তম দফায় সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। চলমান সাধারণ ছুটি আগামী ২৮ মে ২০২০ পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে অফিস আদেশ জারি করা হয়েছে। এর পর দুই দিন ২৯ ও ৩০ মে ২০২০ সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যোগ হওয়ায় কার্যত ৩০ মে পর্যন্ত ছুটি থাকছে দেশে। ছুটি বাড়িয়ে অফিস আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সাধারণ ছুটিতে ১৫টি শর্ত আরোপ করা হয়েছে। শর্তগুলোর মধ্যে বেশিরভাগই আগের ঘোষিত ছুটির সময়ে জারি করা হয়েছিল। নতুন শর্ত হিসেবে ঈদ জামাতের বিষয়ে বলা হয়েছে, ‘আসন্ন ঈদ-উল-ফিতর-এর নামাজের ক্ষেত্রেও বর্তমানে বিদ্যমান বিধি-বিধান প্রযোজ্য হবে। উন্মুক্ত স্থানে বড় জমায়েত পরিহার করতে হবে। ধর্ম মনমন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে’।