জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ‘খ’ ইউনিটের ফল প্রকাশ


এডু ডেইলি ২৪ প্রকাশ: অক্টোবর ২২, ২০১২, ৪:২৭ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৬ অপরাহ্ন / ২০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়: ‘খ’ ইউনিটের ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে অনার্সে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছে ১২ হাজার ৯০২ জন শিক্ষার্থী। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাথমিকভাবে উত্তীর্ণদের মধ্য থেকে চূড়ান্ত বাছাইয়ের মাধ্যমে ৭২০টি আসনের বিপরীতে ভর্তি করা হবে।
ফলাফল জানা যাবে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে- www.jnu.ac.bd । এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবে ভর্তিচ্ছুরা।
এসএমএসে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে JNU লিখে স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল লিখে আবারও স্পেস দিয়ে ইউনিটের নামসহ পাঠিয়ে দিন ১৬২৪২ নম্বরে। ফিরতি বার্তায় পৌঁছে যাবে ফল।
মৌখিক পরীক্ষার সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Rate this post