জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাপ উন্মুক্ত
আরো উন্নত তথ্যসেবা দিতে স্মার্টফোন (অ্যান্ড্রয়েড) উপযোগী অ্যাপ চালু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বাংলাদেশে এটাই কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম অ্যাপ। অ্যাপটিতে বিশ্ববিদ্যালয়ের দরকারি সব তথ্যই পাওয়া যাবে।
অ্যাপসটি তৈরি করেছে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান।
জানা গেছে, অ্যাপটি তৈরিতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জি এম আল-আমিন, ব্যবস্থাপনা বিভাগের ৩য় ব্যাচের ছাত্র মোক্তাদিরুল আলম এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৬ষ্ঠ ব্যাচের ছাত্র নূরে আলম সিদ্দিকী।
অ্যাপটি বিনা খরচে ডাউনলোড করা যাবে গুগল প্লে-স্টাের থেকে- https://play.google.com/store/apps/details?id=cbd.jagannathuniversity