জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ : পদ ৭০৯টি

Rate this post

জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশিত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি যানবাহন অধিদপ্তরে ১৪টি ক্যাটাগরিতে ৭০৯ পদে জনবল নিয়োগ দেয়া হবে।

আবেদন করতে হবে অনলাইনে ১২ জানুয়ারি ২০২১ তারিখ সকাল ১০টা থেকে ১১ ফেব্রুয়ারি ২০২১ তারিখ বিকাল ৫টার মধ্যে।
অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইট থেকে : http://dgt.teletalk.com.bd

পদের নাম ও পদ সংখ্যা :
১. গাড়িচালক (গ্রেড-১৫) – ২৮০টি পদ
২. মেকানিক গ্রেড-বি (গ্রেড-১৫) – ২৫টি
৩. গাড়ি চালক (গ্রেড-১৬) – ১৮৬টি
৪. স্পিডবোট চালক (গ্রেড-১৬) – ৯৬টি
৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) – ৭টি
৬. হিসাব সহকারী (গ্রেড-১৬) – ৪টি
৭. টাইম কিপার (গ্রেড-১৬) – ১টি
৮. ক্রয় সহকারী (গ্রেড-১৬) – ১টি
৯. মেকানিক গ্রেড-ডি (গ্রেড-১৮) – ৮টি
১০. ডেসপাচ রাইডর (গ্রেড-২০) – ১টি
১১. স্টোর ম্যানিয়েল (গ্রেড-২০) – ১টি
১২. ক্লিনার/হেল্পার (গ্রেড-২০) – ৫১টি
১৩. অফিস সহায়ক (গ্রেড-২০) – ৯টি
১৪. নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০) – ২৫টি

শিক্ষাগত যোগ্যতা : একেক পদের জন্য একেক রকম শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতা চাওয়া হয়েছে। পদভেদে সর্বনিম্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)/সমমান থেকে সর্বোচ্চ এইচএসসি/সমমানের প্রার্থীরা এসব পদে চাকরির আবেদন করতে পারবে।
বয়স : ১ জানুয়ারি ২০২১ তারিখে- সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর হতে হবে; বীর মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

৭০৯ পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যানবাহন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ / MOPA Department of Government Transport (DGT) Job Circular 2021 :

৭০৯ পদে জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - MOPA DGT Job circular 2021 in 709 posts Page-1
জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – পৃষ্ঠা ১/২
যানবাহন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ - DGT Job Circular 2021 in 709 posts - Page-2
৭০৯ পদে জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ – পৃষ্ঠা ২/২

সরকারি যানবাহন অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এই লিংকে প্রকাশিত হয়েছে : http://dgt.portal.gov.bd/sites/default/files/files/dgt.portal.gov.bd/notices/cbd3fad9_9f58_41c8_b535_75fc6f2be579/2021-01-07-15-06-b84f6990ca7f4f577f65bb5f2f5d0912.pdf

>> সরকারি-বেসরকারি, সামরিক বাহিনী, ব্যাংক, এনজিও ও অন্যান্য প্রতিষ্ঠানের সাম্প্রতিক চাকরির বিজ্ঞপ্তি ও দরকারি তথ্য পেতে এই লিংকে ক্লিক করুন : https://edudaily24.com/chakri

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *