জবিতে দুর্ভিক্ষ নিয়ে সেমিনার


এডু ডেইলি ২৪ প্রকাশ: মার্চ ১০, ২০১৩, ৫:৫০ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৭ অপরাহ্ন / ১০
জবিতে দুর্ভিক্ষ নিয়ে সেমিনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ১৯৪৩-৪৪ সালের বাংলার দুর্ভিক্ষ নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ইতিহাস বিভাগের উদ্যোগে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্কিন যুক্তরাষ্ট্রের আইয়ো বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক পল ই গ্রেনো।
তিনি বলেন, “১৯৪৩-৪৪ সালের দূর্ভিক্ষের ৭০ বছর পার হলেও এ নিয়ে অনেক কাজ করার আছে। সেসময় পুরুষের চাইতে মহিলা ও শিশুরা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। আর এ দুর্ভিক্ষের পেছনে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটও ছিল খুব বেশি।”
সেমিনারে সভাপতির বক্তৃতায় ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ সেলিম বলেন, “তৎকালীন উপনিবেশিক সরকার বানিজ্যিক লাভকেই বেশি গুরুত্ব দিত। এজন্য সাধারণ মানুষের জীবনের মূল্য তাদের কাছে ছিল না।”
সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন আহমদ, বাংলা বিভাগের অধ্যাপক চঞ্চল বোস, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক খোদেজা খাতুন, সহকারী অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন, প্রভাষক এসএম তানভীর আহমদ, মুর্শিদা বিনতে রহমান, হাসান মফিজুর রহমান, আব্দুল কাদের চৌধুরী-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী।

Rate this post