জবি: ইভেনিং এমবিএ-তে আবেদন ২৭ মার্চ থেকে শুরু


এডু ডেইলি ২৪ প্রকাশ: মার্চ ২৬, ২০১৩, ৫:৫৮ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৭ অপরাহ্ন / ২৩
জবি: ইভেনিং এমবিএ-তে আবেদন ২৭ মার্চ থেকে শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ইভেনিং এমবিএ-তে ভর্তি (গ্রীষ্মকালীন/২০১৩) প্রক্রিয়া শুরু হবে বুধবার থেকে। মঙ্গলবার জবি কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
আগ্রহী শিক্ষার্থীরা ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা’, ‘ম্যানেজমেন্ট স্টাডিস’, ‘ফাইনান্স’, ‘মার্কেটিং’ –এ ৪টি বিভাগে ইভেনিং এমবিএ-তে র্ভতির আবেদন করতে পারবেন।
জবি সূত্র জানায়, ভর্তির আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে ২৭ মার্চ (বুধবার) থেকে ২৪ এপ্রিলের মধ্যে। আবেদনপত্র পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.jnu.ac.bd) ও নতুন একাডেমিক ভবনের ৭ম তলায় অবস্থিত ডিন অফিসের ৭১৯ নম্বর কক্ষে।
দরকারি তথ্যের জন্য সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৩টার মধ্যে ডিন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। ওয়েবসাইটেও ভর্তির বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

Rate this post