জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে শূন্য আসনে ভর্তির ৪র্থ সাক্ষাৎকারের সময়সূচি ঘোষণা করা হয়েছে। জবি সূত্র জানায়, ১৭ ফেব্রুয়ারি সকাল ৮.৩০ টায় বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ে ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
ওই দিন বিজ্ঞান শাখার মেধাক্রম ৬০০১ থেকে ৬৫০০ পর্যন্ত তালিকাভুক্তদের সাক্ষাৎকার নেয়া হবে। আসন পূর্ণ না হওয়া পর্যন্ত সাক্ষাৎকার পর্ব চলবে।
এদিকে, ‘বি’ ইউনিটের (মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখার) ২য় মাইগ্রেশন তালিকা ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। মাইগ্রেশনের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) ।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24