জবি : ডি ইউনিটের ফল প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাসের হার ৮.২ শতাংশ। আজ জবি কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
ফলাফল পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে (www.jnu.ac.bd)।
এ বছর ‘ডি’ ইউনিটে ৫৪০টি (মানবিক- ৩৫৯টি, বিজ্ঞান- ১২৫টি, বাণিজ্য ও অন্যান্য- ৫৬টি) আসনের বিপরীতে মোট ৪,৪২১ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে মানবিকে ২,২৯০ জন, বিজ্ঞানে ১,২৫৫ জন এবং বাণিজ্য ও অন্যান্যে ৮৭৬ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
এবার ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫৪,৪৫৪ জন শিক্ষার্থী অংশ নেন।