জবি : ‘ডি’ ইউনিটের ৫ম সাক্ষাৎকার ২৮ ফেব্রুয়ারি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষে ‘ডি’ ইউনিটে স্নাতকে (সম্মান) শূন্য আসনে ভর্তির ৫ম সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি দুপুর ২টায়। রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬টি শূন্য আসন পূরণের জন্য এ সাক্ষাৎকার নেয়া হচ্ছে। বিজ্ঞান শাখার মেধাক্রম ৪৪১ থেকে ৪৯০ পর্যন্ত ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ে (৭১৭নং কক্ষে)। আসন পূরণ না হওয়া পর্যন্ত সাক্ষাৎকার চলবে।
এদিকে অনিবার্য কারণে স্নাতকে (সম্মান) ‘বি’ ইউনিটের প্রাথমিক বাছাইয়ে নির্বাচিতদের (মানবিক ও বিজ্ঞান শাখা) ৩য় সাক্ষাৎকার ২৪ ফেব্রুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।