জবি : ‘বি’ ইউনিটের ২য় মাইগ্রেশন তালিকা প্রকাশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০১২-১৩ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ২য় মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে। জবি’র জনসংযোগ কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জবি’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মাইগ্রেশনের জন্য নির্বাচিতদের ১৮ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট বিভাগের মাইগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়া ‘বি’ ইউনিটে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিতদের ৩য় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি সকাল ৮.৩০টায় কলা অনুষদের ডিন কার্যালয়ে।
এদিকে, ‘ডি’ ইউনিটের শূন্য আসনে সাধারণ মাইগ্রেশন (৪র্থ) ও কোটায় মাইগ্রেশন (১ম) ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় সামাজিক বিজ্ঞান ভবন-১ এ অনুষ্ঠিত হবে। এই ইউনিটে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিতদের ৪র্থ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ওই বেলা ১১.৩০টায় সামাজিক বিজ্ঞান ভবন-১ এ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোন কারণে ১৯ ফেব্রুয়ারি সাক্ষাৎকার অনুষ্ঠিত না হলে পরবর্তী দিন ২০ ফেব্রুয়ারি একই সময়ে একই স্থানে অনুষ্ঠিত হবে।