অনলাইনে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন [NID card download]

জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোড [NID card download] সহজেই করতে পারবেন। অনলাইনের মাধ্যমে যারা জাতীয় পরিচয়পত্র পেয়েছেন তারা সংশোধন / ডুপ্লিকেট কপির জন্য আবেদন করতে পারবেন, যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা নতুন নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন ।

যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন কিন্তু জাতীয় পরিচয়পত্রের কপি পান নি, তারা অ্যাকাউন্ট রেজিস্টার করে ডাউনলোড অপশন থেকে জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করতে পারবেন।

যারা এখনো জাতীয় পরিচয়পত্র এখনো পাননি কিন্তু জাতীয় পত্রের নম্বর ইস্যু হয়েছে, তারাও অনলাইন থেকে সাময়িক বা প্রভিশনাল এনআইডি ডাউনলোড করে প্রিন্ট করতে পাবেন। যারা ভোটার হওয়ার জন্য ছবি তুলেছেন কিন্তু এনআইডি পাননি, তারা ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর ব্যবহার করে এনআইডি কার্ডের সাময়িক (প্রভিশনাল) কপি সংগ্রহ করতে পারেন। অথবা এনআইডি কার্ড হারিয়ে গেলে, এর নাম্বার জানা থাকলে অনলাইন থেকে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ডাউনলোড করে প্রিন্ট করে বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করতে পারবেন।

অনলাইনে NID / জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করার উপায়

  • আপনার যদি জাতীয় পরিচয়পত্র আছে কিন্তু এই ওয়েবসাইটে লগ ইন করার অ্যাকাউন্ট বা ইউজারনেম/পাসওয়ার্ড নেই, তাহলে ওয়েবসাইটের বাম দিকে গিয়ে আপনি রেজিষ্টার বা রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করার পর আপনি পাসওয়ার্ড পেয়ে যাবেন, তা দিয়ে ওপরে উল্লিখিত ওয়েবসাইটে লগ ইন করে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি ডাউনলোড করতে পারবেন।
  • আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে আপনি “নতুন নিবন্ধনের জন্য আবেদন” করতে পারেন, ওয়েবসাইটের বাম দিকে নিয়ে গিয়ে।
  • আপনি যদি এনআইডি কার্ডের জন্য ছবি তুলে থাকেন কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্র হয়নি তাহলে https://services.nidw.gov.bd/voter_center ওয়েবসাইটে গিয়ে ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা সঠিকভাবে পূরণ করে আপনার জাতীয় পরিচয় পত্র বা এনআইডি নাম্বার জেনে নিন।
জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোড সহজেই
জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ডাউনলোড সহজেই
Rate this post

 সাবস্ক্রাইব

 দরকারি খবরাখবর ও তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যল প্লাটফর্মগুলোতে Follow/Subscribe করুন।

Like/Follow our Facebook page

Subscribe our Instagram channel

Follow our Google news page

Subscribe our Youtube channel

সর্বশেষ আপডেট পেতে Edu Daily 24 এর Facebook পেজ, Google news পেজ ও Youtube চ্যানেল সাবস্ক্রাইব/ফলো করুন। নোটিফিকেশন পেতে APPও ইনস্টল করে রাখতে পারেন।

মন্তব্য করুন

You cannot copy content of this page