জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। ২০২১-২২ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে (স্নাতক-সম্মান) ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২২ মে বিকাল ৪টা থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ৯ জুন ২০২২ তারিখ রাত ১১টা ৫৯টা পর্যন্ত।
Advertisement
Advertisement
আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০/- (দুইশত পঞ্চাশ) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ১১ জুন ২০২২ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ০৩ জুলাই ২০২২ তারিখ থেকে শুরু হবে।
Advertisement
- আবেদন ফরম পূরণ ও সংগ্রহের তারিখ: ২২/০৫/২০২২ থেকে ০৯/০৬/২০২২।
- আবেদন ফি জমা দেয়ার তারিখ: ২৩/০৫/২০২২ থেকে ১১/০৬/২০২২।
- অনলাইনে আবেদন ফরম নিশ্চয়ন তারিখ: ২৩/০৫/২০২২ থেকে ১২/০৬/২০২২।
- আবেদন ফি : ২৫০ টাকা।
Advertisement
আবেদন ফি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ যেকোন সোনালী ব্যাংক শাখায় জমা দেয়া যাবে। Login করে Application Payment Info (Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে। যা ১৩/০৬/২০২২ থেকে ২০/০৬/২০২২ তারিখের এর মধ্যে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
Advertisement
Advertisement
আবেদনের যোগ্যতা
ক) বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানবিক শাখা থেকে জয়কলি ২০১৮/২০১৯ সালের এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ এবং ২০২০/২০২১ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
Advertisement
খ) বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড/উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ২০১৮/২০১৯ সালের এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫ এবং ২০২০/২০২১ সালের এইচএসসি/সমমান পরীক্ষায় ৪র্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
- Advertisement -
- Advertisement -
গ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে শুধুমাত্র এইচ.এস.সি. (ভোকেশনাল) এইচ.এস.সি. (বিজনেস্ ম্যানেজমেন্ট)/ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অনুচ্ছেদ-১ এর খ নং শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে।
- Advertisement -
ঘ) আবেদনকারীদের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার পঠিত বিষয়সমূহ থেকে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি যোগ্য বিষয় নির্ধারণ করা হবে এবং উক্ত পঠিত বিষয়ে (২০০ নম্বরের) ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩.০ থাকতে হবে।
- Advertisement -
- Advertisement -
ঙ) ২০১৮/২০১৯ সালের ও-লেভেল পরীক্ষায় তিনটি বিষয়ে ‘বি’ গ্রেডসহ অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং ২০২০/২০২১ সালের এ-লেভেল পরীক্ষায় একটি বিষয়ে ’বি’ গ্রেডসহ অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি/ই-মেইলে আবেদন পত্র প্রেরণ করবে। সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু বিষয়, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে, ভর্তিচ্ছু বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে।
- Advertisement -
- Advertisement -
চ) বিদেশী সার্টিফিকেটধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশে স্বীকৃত যে কোন শিক্ষা বোর্ড কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বর পত্রের সমতা নিরূপণ করা হলে তারাও এ ভর্তি কার্যক্রমে অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবে। এ সকল শিক্ষার্থী অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল, জাতীয় বিশ্ববিদ্যালয় বরাবর সরাসরি/ই-মেইলে আবেদন পত্র প্রেরণ করবে। সাদা কাগজে লিখিত আবেদন পত্রে আবেদনকারীর নাম, পিতা-মাতার নাম, ভর্তিচ্ছু বিষয়, প্রতিষ্ঠানের নাম ও নিবন্ধিত ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে, ভর্তিচ্ছু বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত থাকতে হবে। এছাড়া আবেদন পত্রের সঙ্গে আবেদনকারীর সকল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, শিক্ষা বোর্ড কর্তৃক সমতা নিরুপনের কপি ও পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।
- Advertisement -
ছ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান)/স্নাতক (সম্মান) প্রফেশনাল/স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে বর্তমানে অধ্যয়নরত কোন শিক্ষার্থী ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হতে পারবে না। তবে এ সকল শিক্ষার্থী ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হতে পারবে।
- Advertisement -
জ) একই শিক্ষাবর্ষে অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন শিক্ষার্থী স্নাতক (সম্মান)/ স্নাতক (সম্মান) প্রফেশনাল/স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হলে ভর্তি আবেদন বাতিল বলে গণ্য হবে।
- Advertisement -
NU admission 2022
Sl | Title | Publish Date | Download |
---|---|---|---|
1 | Circular for 1st year honours admission 2021-2022 | 2022-05-19 | Download |
2 | Guideline for 1st year honours admission 2021-2022 | 2022-05-19 | Download |
3 | Circular for iblbs mphil leading to phd admission 2022-2023 | 2022-05-12 | Download |
4 | Regarding subject migration and quota merit list for preliminary to masters (regular) admission 2019 | 2022-04-28 | Download |
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের লিংক : http://app1.nu.edu.bd
শিক্ষা ও চাকরি বিষয়ক দরকারি তথ্য নিয়মিত পেতে আমাদের ফেসবুক পেজে ( facebook.com/EduDailyOfficial ) লাইক দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলে ( youtube.com/edudaily24 ) সাবস্ক্রাইব করুন।
হাজার হাজার- লক্ষ্য লক্ষ্য শিক্ষার্থীদের শুধুমাত্র SSC রেজাল্ট এর জন্য অনার্স করা আর হবে না!
হয়তো অনেকের পড়া-লেখাই শেষ হয়ে গেলো, স্বপ্ন, আশা-ভরসা সব শেষ হয়ে গেলো! আজকের দিনটা হয়তো অনেকের জন্য একটা ভয়ংকর দিন যাচ্ছে!💔
এভাবে শিক্ষার্থীদের পড়ার অধিকার কেড়ে নিলো?? শিক্ষা ব্যবস্থা তো শিক্ষার্থীদের ভালোর জন্য, সবার ভালোর জন্য তাহলে এ কেমন সিদ্ধান্ত?
বাহ, শিক্ষার্থীদের অনেক সুন্দর একটা পুরস্কার উপহার দিয়েছে #জাতীয়_বিশ্ববিদ্যালয়!
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তি আবেদন আগামী ২২ মে রবিবার থেকে শুরু …
কিন্তু এইবার এসএসসির ক্ষেত্রে বিজ্ঞান, মানবিক ও বানিজ্য বিভাগে একই পয়েন্ট 3.50 লাগবে
এইচএসসিতে গিয়ে বিজ্ঞান ও বানিজ্য বিভাগে 3.50 লাগবে এবং মানবিক বিভাগে 3.00 লাগবে ….
যাদের এইচএসসিতে জিপিএ 5.00 পয়েন্ট কিন্তু এসএসসিতে জিপিএ 3.00 পয়েন্ট
তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি আবেদন করতে পারবে না
#জাতীয়_বিশ্ববিদ্যালয়_২০২১_২০২২ 😢😢😢😢
১৮/১৯ শে এইস এস সি দিয়েছি কিন্তু এবার ভর্তি হতে পারবো না যেনে খুবি খারাপ লাগছে
একজন ছাত্রের জীবনকে আপনারা ধ্বংশের পথে ফেলে দিবেন না। অনেক ছাত্রছাত্রীর ভর্তি না হতে পারলে আত্মহত্যা করা উপায় নেই। অনেক ছাত্রছাত্রীর পড়াশোনা এখানেই শেষ হয়ে যাবে। মনে করবে আজকে হয় তো তাদের পয়েন্ট কম। হয়তো এই খান থেকেও কেউ বিসিএস ক্যাডার হবে। আল্লাহ কাকে কখন কি করবে কেউ বলতে পারবেন না। এখনো সময় আছে সার্কুলার পরিবর্তন করেন। ছাত্র-ছাত্রীদের ভর্তির সুযোগ করে দিন।
আমরা চাই মানবিক বিভাগের জন্য- এসএসসি – ৩.০০এবং এইচএসসি -৩.০০ করা হোক।
বিজ্ঞান এবং ব্যবসার জন্য ,- এসএসসি ৩.০০ এইচএসসি তে – ৩.৫০ করা হোক –
যদি শিক্ষা জাতির মেরুদণ্ড হয়।
আর যদি না হয়।
যদি শিক্ষা জাতির ধ্বংশের জাতি হয় তাহলে আর করা লাগবে না।
এসএসসি তে ৩.০০ এইচএসসি তে ৩.৫০ করা হোক।
আমি আপনার সাথে একমত। এস এস সি -র পয়েন্ট ৩.০ করা হোক।তাহলে হাজারো ছাএ-ছাএী ধংসের হাত থেকে বেঁচে যাবে
আমি আপনার সাথে একমত। এস এস সি -র পয়েন্ট ৩.০ করা হোক।তাহলে হাজারো ছাএ-ছাএী ধংসের হাত থেকে বেঁচে যাবে।শেষ বারের মতো একটা সুযোগ করে দেওয়া হোক
এসএসসি তে ৩.০০ করা হোক
SSC তে তো আমার ৩.০৬ এখন কি করবো
SSC 3.00
HSC 3.50 kora hok
আমার আর অনার্স করা হলো না😪
আমার এসএসসিতে ৩.৩৩ আর এইচএসসিতে ৪.৩৩
শুধু মাত্র এসএসসি রেজাল্ট আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের জন্য আজকে অনার্সের স্বপ্নভঙ্গ😪
আমার মত হাজারো ছাত্র-ছাত্রীর স্বপ্নভঙ্গ হচ্ছে শুধুমাত্র একটা সিদ্ধান্তের জন্য🥴
আমাদের সময়ই শুধু এমন হয় কেন?
আমাদের ভবিষ্যত নষ্ট করবেন না এসএসসিতে ৩.০০ করুন
২০১৭ আবেদন করতে পারবে না, খুবই দুঃখ জনক করনা পরিস্থিতি এবং যাদের গতবার আসেনি তাদের অনেকেই ভর্তি হতে পারবে না। it’s so sad
2017 ta ki jara ssc dica tara abedon kortah parbena!
যাদের আর্থিক সামর্থ নেই,তাদের জন্য কোন নীতি বাক্য সংযোজন করা উচিৎ হবে কি?
যেমন,ভর্তি ফি বাবদে কারো চুড়ান্ত সংকট অথবা কর্তৃপক্ষের / গভার্নিং বডির সিদ্ধান্তে অতিরিক্ত ফি আদায় চলবে না/মোট ফি’ পরিমান উল্লেখ/নির্ধারিত পরিমানের অতিরিক্ত গ্রহণ করলে তাৎক্ষণিক কল নং/ হেল্প লাইন ইত্যাদি।
Amr ssc 3.44 r hsc te 4.33
Akhon amr study sare daoya Sara Kno upay ni
Amr Jon no sobai doya korben Amin
Sss GPA3:00
Hsc GPA3:50
Kora hok…
আমাদের কে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করবেন না । হাজারো শিক্ষার্থীদের অনুরোধ বিবেচনায় আনা হোক ।জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কতৃপক্ষের শিক্ষামন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি…
আমি 2013 তে এস এস সি 4.43এবং2017তে এইচ এস সি3.50 বিজ্ঞান বিভাগ হতে ।এখন কি ডিগ্ৰিতে বা উন্মুক্তে ভর্তি হতে পারবে,,আমাকে জানাবেন প্লিজ প্লিজ প্লিজ।
আমরা ও একমত ssc তে ৩.০০ করা হোক আর Hsc ৩.৫০ করা হোক ,, হাজারো মানুষের সপ্ন ভাঙ্গার কোনো অধিকার নেই কারোর