জাতীয় বিশ্ববিদ্যালয় : ১৪ ও ১৭ ফেব্রুয়ারি'র মাস্টার্স পরীক্ষা স্থগিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৪ (বৃহস্পতিবার) ও ১৭ ফেব্রুয়ারি (রোববার) অনুষ্ঠিতব্য ২০১০ সালের মাষ্টার্স ১ম পর্বের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণেই পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে যথাক্রমে ১২ ও ১৪ মার্চ।