জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইটের উদ্বোধন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডিস্থ নগর কার্যালয়ে আজ ২০-০৭-২০১৩ তারিখ বেলা ২টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ বিভিন্ন তথ্য সমৃদ্ধ সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে বিশ্ববিদ্যালয়ের পূর্ণঃগঠিত (নতুন) ওয়েবসাইট উদ্বোধন করেন।
এ ওয়েব সাইটের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ সমূহের প্রায় ১২ লাধিক শিক্ষার্থীদের ভর্তি, রেজিস্ট্রেশন, বিভিন্ন পরীক্ষার ফলাফলসহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় তথ্যাদি জানা যাবে।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভূক্ত ২০০০ (দুই হাজার) কলেজ ও প্রফেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য ওয়েবসাইটে অন্তর্ভূক্ত করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে। নূন্যতম সময়ে তা একই ওয়েব সাইটে আপ-লোড করা যাবে।
এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আসলাম ভূইয়া, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক জনসংযোগসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: www.nu.edu.bd