জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন : যারা অংশ নিতে পারবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন প্রথমবারের মতো ২০১৬ সালের নভেম্বরে অনুষ্ঠিত হবে। এ সমাবর্তনে যেসব শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে তাদের তালিকা আজ (সোমবার) প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
যে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন :
১৯৯৮-২০১২ সাল পর্যন্ত ডিগ্রি পাস। ২০০০-২০১২ সালের অনার্স ফাইনাল পরীক্ষা।
২০০০-২০১২ মাস্টার্স ফাইনাল পরীক্ষা। ২০০৭-২০১২ সালের বিবিএ।
২০০৩-২০১২ সালের এমবিএ। ২০০৭-২০১৩ সালের বি এড (অনার্স)।
২০০৬-২০১২ সালের এমএড। ২০০৮-২০১২ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স।
২০০৭-২০১২ সালের বিএফএ (অনার্স)।
২০০৯-২০১২ সালের বিএফএ (পাস)। ২০১০-২০১১ সালের ইসিই।
২০০৩-২০১২ সালের এলএলবি (ফাইনাল)।
২০০৩-২০১০ সালের এমএসসি ইন সিএসই এবং পিএইচডি বা এমফিল বা এমএএস ডিগ্রিপ্রাপ্ত, গবেষকরা রেজিস্ট্রেশন করতে পারবে।
সমাবর্তনে রেজিস্ট্রেশন ফি ২ হাজার ৫০০ টাকা এবং সনদ প্রতি ৫০০ টাকা। অনলাইনে সোনালী সেবা, ডিবিবিএল মোবাইল ব্যাংকিং এবং ক্রেডিট বা ডেবিট কার্ডের (মাস্টার, ভিসা, নেক্সাস) মাধ্যমে নির্ধারিত অর্থ প্রদান করা যাবে।
আবেদন :
সমাবর্তনে অংশগ্রহণ করতে আগ্রহীরা www.convocation.nu.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে চলতি বছরের ৮ জুন তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। সমাবর্তনে অংশগ্রহণকারীদের চুড়ান্ত তালিকা এবং কোন ভেন্যুতে আসন গ্রহণ করবেন তা যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( www.nu.edu.bd) প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।