জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৩ নভেম্বরের পরীক্ষাও পেছালো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৩ নভেম্বরের অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩/১১/১৩ তারিখের স্থগিতকৃত ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪/১১/২০১৩ তারিখ, বিবিএ ২য় বর্ষ ৪র্থ সেমিস্টার পরীক্ষা হবে ১৫/১১/২০১৩ তারিখ এবং ১ম বর্ষ অনার্স পরীক্ষা ১৬/১১/২০১৩ তারিখে অনুষ্ঠিত হবে।
এ সংক্রান্ত বিস্তারিত জানা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে- www.nu.edu.bd, www.nubd.info
উল্লেখ্য, গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১০, ১১ ও ১২ নভেম্বরের পরীক্ষা পেছানাের কথা জানিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। বিরোধী দলের টানা ৩ দিনের হরতাল ঘোষণার পরই এসব পরীক্ষা পেছানো হয়। এরপর হরতাল আরো ১ দিন বাড়িয়ে ৪ দিন (১৩ নভেম্বর পর্যন্ত) করার পর সেদিনের পরীক্ষাও পেছালাে।