জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষা ব্যবস্থাপনার উদ্বোধন
আজ (মঙ্গলবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন পরীক্ষা ব্যবস্থাপনার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ। উদ্বোধনকালে তিনি বলেন, “এ ব্যবস্থাপনার উদ্দেশ্য হচ্ছে OMR পদ্ধতি উঠিয়ে দিয়ে অনলাইনের মাধ্যমে পরীক্ষার কেন্দ্র থেকে শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষকদের নিকট হতে নম্বরপত্র সংগ্রহ করে পরীক্ষা ব্যবস্থা সম্পন্ন করা। এর ফলে দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল দেয়া সম্ভব হবে। এই পাইলট পদ্ধতি সফল হলে ধীরে ধীরে সকল পরীক্ষা এর অর্ন্তভূক্ত করা হবে এবং সেশন জট মুক্ত করা হবে।”
উল্লেখ্য, আজ ২০১৪ সালের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ১ম বর্ষ ১ম সেমিস্টার পরীক্ষা সারাদেশে ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৯২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। উক্ত পরীক্ষায় এ পাইলট প্রজেক্টটি ব্যবহার করে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত পরীক্ষার্থীদের হাজিরা ভিসি মহোদয় তঁার নিজ অফিস কক্ষে বসে অনলাইনের মাধ্যমে সরাসরি পর্যবেক্ষণ করেন।
– বিজ্ঞপ্তি