জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি কার্যক্রম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (অনার্স) ১ম বর্ষ ও চার বছর মেয়াদী প্রফেশনাল কোর্সের অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন ২৫ সেপ্টেম্বর ২০১৬ থেকে শুরু হবে। চলবে ২০ অক্টোবর ২০১৬ পর্যন্ত চলবে।
মেধা তালিকা : শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে মেধা তালিকা প্রণয়ন করা হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।
আসন সংখ্যা : ২০১৬-১৭ শিক্ষাবর্ষে অনার্স কোর্সে প্রায় ৩,৫০,০০০ (সাড়ে তিন লক্ষ) শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
অনার্স ভর্তি বিজ্ঞপ্তি / ভর্তি নির্দেশিকা : http://app1.nu.edu.bd/notice/BN_HONS_2016-2017.pdf
যোগ্যতা : বিজ্ঞান শাখা থেকে ভর্তির জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান – প্রতিটিতে (এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান) চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ২.০০ করে থাকতে হবে।
অনলাইনে আবেদনের নিয়ম : http://app1.nu.edu.bd/docs/BnApplicantManual.pdf
কোন কলেজে কতো সিট : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স চালু আছে যেসব কলেজে এবং কোন কলেজে কতো সিট (বিষয়ভিত্তিক)- তা জানা যাবে এই লিংকে- http://app1.nu.edu.bd/notice/NOTICE_HONS_COLL_SUB_SEAT_2016_2017.pdf
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই দুই ওয়েবসাইটে-
www.admissions.nu.edu.bd অথবা, nu.edu.bd/admissions