জাতীয় বিশ্ববিদ্যালয়ে জাপানের প্রতিনিধিদের লেকচার


এডু ডেইলি ২৪ প্রকাশ: আগস্ট ২৩, ২০১৪, ৩:৫৯ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৪৮ অপরাহ্ন / ১৫
জাতীয় বিশ্ববিদ্যালয়ে জাপানের প্রতিনিধিদের লেকচার

জাতীয় বিশ্ববিদ্যালয়ে জাপানের প্রতিনিধিদের ‘স্পেশাল লেকচার’ অনুষ্ঠিত হবে আগামীকাল (২৪ আগস্ট)। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট অডিটরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে ‘Japan and I: Some Reflections on Man, Society, Culture’ শীর্ষক এ লেকচার অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে Japan-Gi Rikkyo University’র Professor Dr. Kiyoshi Kasahara Ges Professor Dr. Syed Murtuza (Sai Kurasawa) বক্তব্য রাখবেন।

Rate this post