জাতীয় বিশ্ববিদ্যালয় : অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের ৩য় বর্ষ অনার্স পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ১১ এপ্রিল বিকেল ৫টায় এ ফল প্রকাশিত হয়।
ফল পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ দুই ওয়েবসাইটে- www.nu.edu.bd, www.nubd.info। ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল পাওয়া যাবে। এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে nu <space> H3 <space> Roll No লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে।
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবার নিয়মিত ৯৪,৭১৬ জন, অনিয়মিত ৪,৫৬৯ জন ও মানোন্নয়ন ৩৬,৪১০ জন সহ মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,৩৫,৬৯৫ জন। পরীক্ষা শেষ হওয়ার ৪ মাসের মধ্যে এ ফল প্রকাশ করা হলো।