জাতীয় বিশ্ববিদ্যালয় : অনার্স ৪র্থ বর্ষের ফলাফল প্রকাশ


master জুন ৯, ২০১৩, ২:১০ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:৩৩ অপরাহ্ন
জাতীয় বিশ্ববিদ্যালয় : অনার্স ৪র্থ বর্ষের ফলাফল প্রকাশ

রবিবার (৯ জুন ২০১৩) সকাল ১০টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১০ সালের অনার্স  ৪র্থ বর্ষের পরীক্ষার ২২টি বিষয়ের ফলাফল প্রকাশ করা হয়েছে।
বিষয়গুলো হলো–বাংলা, আরবী, ইসলামের ইতিহাস, দর্শন, ইসলামী শিা, সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মার্কেটিং, ফিন্যান্স এন্ড ব্যাকিং, পদার্থবিদ্যা, প্রাণিবিদ্যা, ভূগোল, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, লাইব্রেরী সায়েন্স, নৃ-বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি।
ফলাফল জানা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে: www.nubd.info ও http://app1.nu.edu.bd/
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, অবশিষ্ট ৬টি বিষয়ের ফলাফল এ সপ্তাহের মধ্যেই প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এই পরীক্ষা (তত্ত্বীয়) গত ১২ নভেম্বর ২০১২ তারিখে শুরু হয়, শেষ হয় ২৯ ডিসেম্বর ২০১২ তারিখে। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা ২০ জানুয়ারি ২০১৩ থেকে শুরু হয়ে ৩১ মার্চ ২০১৩ তারিখে শেষ হয়। ২৮টি অনার্স বিষয়ে সারাদেশে মোট ১৮৪টি কলেজের ১,০৩,৬১৮ জন পরীক্ষার্থী ১২৮টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেয়। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ৫ মাসের মধ্যে এই ফলাফল প্রকাশ করা হলো।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

BD Results App