জাতীয় বিশ্ববিদ্যালয় : অনার্স ও ডিগ্রি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি


এডু ডেইলি ২৪ প্রকাশ: অক্টোবর ২, ২০১৪, ২:৫১ অপরাহ্ন / আপডেট: জুন ৮, ২০২৩, ৫:১৮ পূর্বাহ্ন /
জাতীয় বিশ্ববিদ্যালয় : অনার্স ও ডিগ্রি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ এবং ডিগ্রী (পাস) ১ম বর্ষ পরীক্ষা পূর্ব ঘোষণা অনুযায়ী যথাক্রমে আগামী ফেব্রুয়ারি ২০১৫ এবং মার্চ ২০১৫ সালে অনুষ্ঠিত হবে।
সেশনজট নিরসনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের সম্মান এবং ৩ বছরের ডিগ্রি (পাস) পরীক্ষা অনুষ্ঠানের তারিখ অর্থাৎ একাডেমিক ক্যালেন্ডার ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি চলছে।
সংশ্লিষ্ট সকল কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণের যাবতীয় পূর্বপ্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হলো। বিশেষ করে, কলেজ পর্যায়ের পরীক্ষাগুলো এর পূর্বে সম্পন্ন  করতে সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

Rate this post