জাতীয় বিশ্ববিদ্যালয় : অনার্স ভর্তি পরীক্ষা পেছালো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ১২ ডিসেম্বরের পরিবর্তে ১৯ ডিসেম্বর বেলা ১১টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে ওই দিন দুপুর ১২টা পর্যন্ত। মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
১২ ডিসেম্বর শিক্ষক নিবন্ধন (এনটিআরসিএ) পরীক্ষা থাকার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে।