জাতীয় বিশ্ববিদ্যালয় : অনার্সে ভর্তি পরীক্ষা হবে না

২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি পরীক্ষা হবে না বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অর্থাৎ পরীক্ষা ছাড়াই শিক্ষার্থী ভর্তি করা হবে। এক্ষেত্রে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচিত করা হবে। ভর্তি প্রক্রিয়া শেষে ক্লাস শুরু হবে ১ ডিসেম্বর ২০১৫ তারিখ থেকে।
গতকাল (শনিবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটের ১৭তম বার্ষিক অধিবেশনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ, তথ্য ও পরামর্শক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম।