জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২-১৩ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি পরীক্ষার ফল বুধবার রাত ১০টায় প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওয়েবসাইটের (www.result.nu-bd.net) পাশাপাশি মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবে ভর্তিচ্ছুরা। এসএমএসে ফল পেতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU<space>AdmissionRoll<space>PIN No. লিখে পাঠিয়ে দিতে হবে ৪৬৩৬ নম্বরে।
৭ ডিসেম্বর সারা দেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষায় আবেদন করেছিল মোট ৪,০১,৩৭৪ শিক্ষার্থী। এদের মধ্যে উত্তীর্ণ পরীক্ষার্থীদের সংখ্যা ২৯১৮৪০। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে ১,৫৭,১৪৪ জনকে মেধা অনুসারে তাদের পছন্দক্রম অনুযায়ী বিষয় বাছাইয়ের সুযোগ দেওয়া হবে। ১ম মেধা তালিকার এসব শিক্ষার্থীদের ১ জানুয়ারি ২০১৩ থেকে ১০ জানুয়ারি ২০১৩ তারিখের মধ্যে নির্ধারিত কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24