জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাপস চালু

Rate this post

জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ-শিক্ষক-শিক্ষার্থীদের জন্য চারটি মোবাইল অ্যাপস চালু করা হয়েছে। এ অ্যাপগুলো হচ্ছে- এনইউ স্টুডেন্টস অ্যাপ, এনইউ কলেজ অ্যাপ, এনইউ টিচার্স অ্যাপ, এনইউ ফোন ডাইরেক্টরি অ্যাপ। কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে যেকোন শিক্ষক-শিক্ষার্থীরা এই অ্যাপগুলোর মাধ্যমে খুব সহজে দরকারি তথ্য সেবা পাবেন।

আজ জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর ক্যাম্পাসের সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে মোবাইল অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও অ্যাপসের উদ্বোধক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতোমধ্যে সেশনজট দূর করা সম্ভব হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির প্রায় শতভাগ কার্যক্রম আইসিটি’র মাধ্যমে পরিচালিত হচ্ছে। মোবাইল অ্যাপস এক্ষেত্রে নতুন সংযোজন। যোগাযোগ ও শিক্ষার সার্বিক উন্নয়নে এ প্রযুক্তি ইতিবাচক ভূমিকা রাখবে। তথ্য-প্রযুক্তি যোগাযোগে জাতীয় বিশ্ববিদ্যালয় বর্তমানে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অগ্রবর্তী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের এসব অর্জন ও সাফল্যে আমি খুবই আনন্দিত।’

সভাপতির ভাষণে উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, ‘সারাদেশব্যাপী বিস্তৃত ২২৬০টি অধিভুক্ত কলেজ, ২৮ লক্ষাধিক শিক্ষার্থী ও ৬০ হাজারের অধিক শিক্ষক সংশ্লিষ্ট জাতীয় বিশ্ববিদ্যালয়কে গতানুগতিক পদ্ধতিতে পরিচালন ও এর উন্নয়ন কিছুতেই সম্ভব নয়। তাই আমরা প্রশাসনের বিকেন্দ্রীকরণ ও আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালন ব্যবস্থাকে নতুন আঙ্গিকে ঢেলে সাজানোর প্রচেষ্টায় নিয়োজিত রয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল কর্মকাণ্ড এখন অনলাইনে সম্পন্ন হচ্ছে। আমরা ই-ফাইলিং ব্যবস্থা ইতোমধ্যে চালু করেছি। ৪ ধরনের সেবা নিয়ে আজ যে মোবাইল অ্যাপসের উদ্বোধন হলো, তা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের উন্মোচন করবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অন্যান্যরা এখন থেকে তাদের প্রয়োজনীয় তথ্যাদি তড়িৎ গতিতে হাতের মুঠোয় পেয়ে যাবেন। শিক্ষার সার্বিক উন্নয়নে এ যোগাযোগ মাধ্যম নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে প্রো-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মো. হাছান বাবু ও অধ্যাপক ড. মশিউর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে মোবাইল অ্যাপসের বিভিন্ন সেবা তুলে ধরে ডিন অধ্যাপক ড. মো. নাসির উদ্দীন ও আইসিটি পরিচালক মোমিনুল ইসলাম কর্তৃক একটি ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও অফিস প্রধানসহ বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *