জাতীয় বিশ্ববিদ্যালয়: ডিগ্রি প্রাইভেটে নিবন্ধন ৭ নভেম্বর থেকে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালের ডিগ্রি (পাস) বিএ/বিএসএস/বিবিএস কোর্সে প্রাইভেট/সার্টিফিকেট পরীক্ষার নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় অংশ নিতে আগ্রহীদের নিবন্ধনের জন্য আবেদন করতে হবে ৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে। আবেদন ফরম পাওয়া যাবে অনলাইনে। নির্ধারিত ফিসহ আবেদনের শেষ তারিখ ৯ ডিসেম্বর ২০১২।
২০০৯ কিংবা তারও আগে যারা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তারাই এ পরীক্ষার জন্য নিবন্ধনের সুযোগ পাবে। নিবন্ধন করা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সরকারি কলেজগুলোতে।
নিবন্ধন সংক্রান্ত বিস্তারিত জানা যাবে এ সাইটে- http://nu.edu.bd/notice.php ।