জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়ায় বিষয় নির্বাচনের সময় বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে সব শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে বিষয় নির্বাচন যথাযথভাবে করতে পারেনি, কিংবা ভুল বিষয় নির্বাচন করেছে অথবা কোন বিষয়ই নির্বাচন করতে পারেনি; তারা ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে তাদের বিষয়ের পছন্দক্রম নির্ধারণ করতে পারবেন।
এ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছুরা ২৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পেয়েছে। অনেক শিক্ষার্থী আবেদন প্রক্রিয়ার সময় বিষয় নির্বাচন করতে পারেনি- এমন তথ্য পাওয়ার পরই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিলো।
ভর্তি সংক্রান্ত আরো তথ্য পাওয়া যাবে এ ওয়েবসাইটে- www.admission.nu-bd.net ।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24