জাতীয় বিশ্ববিদ্যালয় : সেশনজট কমাতে শিগগিরই ক্রাশ প্রোগ্রাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে ভর্তিকৃত শিক্ষার্থীরা হবে সম্পূর্ণ সেশনজট মুক্ত। তাদের একাডেমিক ক্যালেন্ডারও ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, কয়েক বছর আগে ভর্তি হওয়া বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের সেশনজট কমাতে শিগগিরই ক্রাশ প্রোগ্রাম ঘোষণা করা হবে।”
আজ (সোমবার) সকাল ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কলেজ শিক্ষকদের ৮৬তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানের ভাষণে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, সমাজ কল্যাণ, মনোবিজ্ঞান ও পরিসংখ্যান বিষয়ে ৮৩ জন কলেজ শিক্ষক চার সপ্তাহ ধরে এ প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেন।