জাতীয় বিশ্ববিদ্যালয় : ১৮ ডিসেম্বরের পরীক্ষা স্থগিত
আবারো পরীক্ষা স্থগিতের ঘোষণা দিলো জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত পরীক্ষার পরবর্তি তারিখ শিগগিরই পত্রিকা ও ওয়েবসাইটের (www.nu.edu.bd ও www.nubd.info) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এ ছাড়া অন্যান্য পরীক্ষার পূর্বঘোষিত সূচি অপরিবর্তিত থাকবে।
এর আগে হরতালের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯, ১১ ও ১৩ ডিসেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে এসব পরীক্ষার পরবর্তি তারিখ এখনো ঘোষণা দেওয়া হয়নি।