জাতীয় বিশ্ববিদ্যালয় : ৩০ জানুয়ারির পরীক্ষা স্থগিত


এডু ডেইলি ২৪ প্রকাশ: জানুয়ারি ৩০, ২০১৩, ৩:১৪ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন / ১১
জাতীয় বিশ্ববিদ্যালয় : ৩০ জানুয়ারির পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার অনুষ্ঠেয় ২০১১ সালের ডিগ্রি (পাস), বিবিএ এবং ২০১২ সালের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষা ১ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সারাদেশে রাজনৈতিক দলের হরতাল ডাকার পরই জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিতের এই ঘোষণা দিলো।

Rate this post