|

জাতীয় বিশ্ববিদ্যালয় : ৬ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্সের গণিত/উচ্চাঙ্গ সংগীত/গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান (৪র্থ পত্র) পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষা ১২ ফেব্রুয়ারি দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
এ নিয়ে চলতি সপ্তাহে পরপর দু’দিনের পরীক্ষা স্থগিত করলো জাতীয় বিশ্ববিদ্যালয়। এর আগে ৫ ফেব্রুয়ারির পরীক্ষা স্থগিত করে তা ৮ ফেব্রুয়ারি (শুক্রবার – সকাল ৯টা) নির্ধারণ করা হয়।