জাপানের ‘গ্রিপস’-এর বৃত্তি


এডু ডেইলি ২৪ অক্টোবর ২, ২০১২, ৪:৪৮ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৩ অপরাহ্ন
জাপানের ‘গ্রিপস’-এর বৃত্তি

জাপানের ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ (গ্রিপস) আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। বৃত্তিপ্রাপ্তরা শিক্ষাপ্রতিষ্ঠানটিতে বিনা খরচে ‘পাবলিক পলিসি’ বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবে।
আগ্রহীরা এক কিংবা দুই বছরের মাস্টার্স অথবা, তিন বছরের পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদনের সুযোগ পাবে। অনলাইনে আবেদন করতে হবে ১৪ নভেম্বরের মধ্যে। এছাড়া প্রার্থীরা ‘পলিসি অ্যানালিসিস’ বিষয়েও পাঁচ বছরের যৌথ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে আবেদেনের শেষ সময় ৭ ডিসেম্বর ২০১২।
ভবিষ্যতে গবেষণাকাজে নিয়োজিত থাকতে চায়- এমন প্রার্থীরাই পিএইচডি প্রোগ্রামে বৃত্তিতে অগ্রাধিকার পাবে।
আবেদন প্রক্রিয়া ও বৃত্তি সংক্রান্ত আরও তথ্য জানা যাবে এ লিংকে- http://www.grips.ac.jp/en/pstudents/admissions/online ।  

Rate this post

Leave a Reply

BD Results App