জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) অনার্স প্রথম বর্ষে ( ২০১১-২০১২ শিক্ষাবর্ষ) অপেক্ষমান তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে ২৮ নভেম্বর। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদন করতে হবে সংশ্লিষ্ট ইউনিট বা অনুষদ কার্যালয়ে ২৯ নভেম্বর বেলা ১২টার মধ্যে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানায়, অপেক্ষমান তালিকার কোনো শিক্ষার্থী যদি কোনো কারণে ওই সময়ে সংশ্লিষ্ট ইউনিট (অনুষদ) অফিসে স্ব-শরীরে এসে আবেদনপত্র জমা দিতে না পারে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu/admission.php) প্রাপ্ত অপেক্ষামান তালিকা থেকে ভর্তির আবেদনপত্রটি ডাউনলোড করে নিজ হাতে পূরণ করে অভিভাবকের মাধ্যমে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট ইউনিট (অনুষদ) অফিসে জমা দিয়ে ভর্তি হতে পারবে।
>> ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন : youtube.com/edudaily24