জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক সম্পর্ক ও ইংরেজি বিভাগের অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।
আন্তর্জাতিক সম্পর্ক ও ইংরেজি বিভাগের ফলাফল জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে- www.juniv.edu/admissionresults/
এছাড়া মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে JU R Roll টাইপ করে ৯৯৩৩ নম্বরে পাঠালে এসএমএসে ফলাফল পাওয়া যাবে।
কলা ও মানবিক অনুষদের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগে ৬০টি আসনের বিপরীতে ১৮,৩৫১ জন এবং ইংরেজি বিভাগে ৬৫টি আসনের বিপরীতে এ বছর ১৩,৬৭৮ জন শিক্ষার্থী আবেদন করেন।
জাবি : আন্তর্জাতিক সম্পর্ক ও ইংরেজি বিভাগের ফলাফল প্রকাশ
Edu Daily 24 - Bangladesh-based popular education & job related site
Leave a review
Leave a review