জাবি: ছাত্রীদের আল্টিমেটাম
এডু ডেইলি ২৪ প্রকাশ: এপ্রিল ১৫, ২০১৩, ৭:৫৯ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৮ অপরাহ্ন / ১০
পহেলা বৈশাখে (রোববার) ক্যাম্পাসে ছাত্রী নিপীড়নের ঘটনায় অভিযুক্তদের আজীবন বহিষ্কারসহ তিন দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১০ টায় ছাত্রী নিপীড়নের ঘটনায় অভিযুক্তদের আজীবন বহিষ্কারের দাবিতে ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার ছাত্রী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রীতিলতা হল থেকে বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে রেজিস্ট্রার ভবনের সামনে জড়ো হয়। এ সময় তারা উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের সাথে দেখা করে তিন দফা দাবি জানান এবং তিন দিনের আল্টিমেটাম দেন।
তাদের দাবিগুলো হল: রোববারের ঘটনায় দোষীদের চিহ্নিত করে তিন দিনের মধ্যে ছবিসহ নাম প্রকাশ এবং বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারসহ প্রচলিত নারী নির্যাতন আইনে বিচার করতে হবে। ক্যাম্পাসে এ পর্যন্ত যতগুলো যৌন হয়রানির ঘটনা ঘটেছে সেগুলোর বিচার আগামী ১০ দিনের মধ্যে করতে হবে। শোডাউনের নামে মেয়েদের হলের সামনে ছেলেদের অবাধ যাতায়াত বন্ধ করতে হবে।
আপনার মতামত লিখুন: