জাবি : মাস্টার্স ইন সিএস-এ ভর্তি


এডু ডেইলি ২৪ প্রকাশ: জুলাই ৭, ২০১৩, ২:৩৩ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:২৭ অপরাহ্ন / ৪৩
জাবি : মাস্টার্স ইন সিএস-এ ভর্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্সে (ই-এমসিএস) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফল ২০১৩ সেশনের এই প্রোগ্রামের ক­াস হবে শুক্রবার। সিএসই/সিএস/সিএসআইটি/আইটি/ইসিই/ইটিই/আইসিই/ইইই বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা মাস্টার্স প্রোগ্রামে ভর্তির আবেদন করতে পারবেন।
এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে এই লিংকে- www.juniv.edu/blog/notice/admission-emcs-program-notice ।  ভর্তি নির্দেশিকা ডাউনলোড করা যাবে জাবি’র এই ওয়েব লিংক থেকে- www.juniv.edu/cse/emcs । আবেদন করতে হবে ৪ আগষ্টের মধ্যে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ আগষ্ট (শুক্রবার) বিকেল ৩টা। নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হবে ১৭ আগষ্ট, চলবে ২৮ আগষ্ট পর্যন্ত। এরপর অপেমান তালিকা থেকে ভর্তি ২৯ আগষ্ট থেকে শুরু হয়ে চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।

Rate this post