বিডিজবস-এর আয়োজনে জার্নি টু ক্যারিয়ার চট্টগ্রামে
বিডিজবস-এর আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জার্নি টু ক্যারিয়ার। ২০ নভেম্বর ২০১৯ তারিখ বুধবার বেলা ৩টায় চট্টগ্রামের ‘বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এ ‘দেশ-বিদেশে বর্তমান চাকরির বাজারের চাহিদা ও প্রয়োজনীয় প্রস্তুতি’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে চাকরি খোঁজার জনপ্রিয় ওয়েবসাইট বিডিজবস। ক্যারিয়ার বিষয়ে সচেতনতা সৃষ্ঠির পাশাপাশি এ সেমিনারে ভবিষ্যত চাকরির জন্য নিজের দক্ষতা বৃদ্ধি ও নিজেকে প্রস্তুত করার উপায় সম্পর্কে এ সেমিনারে জানানো হবে।
সেমিনারে অংশগ্রহন করতে হলে এই ওয়েব লিংক থেকে রেজিস্ট্রেশন করতে হবে : http://www.bdjobs.com/seminar
সেমিনারে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের ১ কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে আনতে বলেছে আয়োজক প্রতিষ্ঠান।