বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভর্তির পাশাপাশি আর্থিক সামর্থ্যের দিকেও নজর দিতে হয়। অনেক দেশেই বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ-শিক্ষাঋণসহ বিভিন্নভাবে আর্থিক সহায়তা করে থাকে। এসব দেশের তালিকায় জার্মানি অন্যতম।
জার্মানিতে বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষার্থীদেরকে অর্থ সহায়তা প্রদান করা হয়ে থাকে৷ তবে বৃত্তি গ্রহণে আগ্রহীদেরকে একটু বেশিই পরিশ্রম করতে হয়৷ এক্ষেত্রে শুধু বুদ্ধিমত্তা এবং গ্রেডই বিবেচ্য নয়, একইসঙ্গে আবেদনকারীর ব্যক্তিত্ব এবং সামাজিক যোগাযোগকে বিবেচনা করা হয়৷ বৃত্তি প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সাধারণত তাদের চাহিদা অনুযায়ী শিক্ষার্থী বাছাই করে থাকে৷
এছাড়া স্নাতক পর্যায়ের এবং উচ্চশিক্ষায় আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের জন্যও বিভিন্ন রকমের সহায়তা কার্যক্রম রয়েছে৷ এজন্য তথ্য সংগ্রহ এবং দ্রুত আবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ বিশেষ করে অর্থ সহায়তার জন্য আবেদনকারীর সংখ্যা অনেক হয়ে থাকে৷ তাই হাতে সময় থাকতে আবেদন করা জরুরী৷
সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে, মাত্র তিন শতাংশ জার্মান শিক্ষার্থী বৃত্তির আওতায় অধ্যয়নের সুযোগ পেয়ে থাকেন৷ তাই, শিক্ষার্থীদের উচিত অধ্যয়নের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের বিষয়ে অন্যান্য উপায়ের দিকেও নজর রাখা৷
শিক্ষাঋণ গ্রহণ
জার্মানির কিছু রাজ্যে টিউশন ফি চালু করায় আর্থিকভাবে অনেক শিক্ষার্থী বিপাকে পড়েছেন৷ শিক্ষার খরচ যোগাতে ব্যাচেলর এবং মাস্টার পর্যায়ের শিক্ষার্থীরা খণ্ডকালীন কাজ করতে বাধ্য হচ্ছেন৷ তবে এই বিষয়টির সুরাহায় রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদরা শিক্ষার্থীদের জন্য ব্যাংক ঋণের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন৷
বিভিন্ন জার্মান ব্যাংক শিক্ষার্থীদেরকে অপেক্ষাকৃত কম সুদে শিক্ষাঋণ প্রদান করছে৷ পরিসংখ্যান বলছে, বিশ্ববিদ্যালয় স্নাতকরা সাধারণত দীর্ঘদিন বেকার থাকেন না এবং তারা দ্রুত ঋণের টাকা পরিশোধে সক্ষম৷
তবে যারা শিক্ষাঋণ নিতে আগ্রহী, তাদের উচিত বিভিন্ন ব্যাংকে খোঁজখবর নেওয়া৷ কেননা, ব্যাংকভেদে সুদের হারে তারতম্য রয়েছে৷
বাফুগ্: রাষ্ট্র সমর্থিত শিক্ষাঋণ
সরকারও শিক্ষার্থীকে শিক্ষাঋণ প্রদান করে, তবে সেটা নির্ভর করে শিক্ষার্থীর অভিভাবকদের আয়ের উপর৷ আইন অনুযায়ী, যেটি বাফুগ্ নামে পরিচিত, একজন শিক্ষার্থী প্রতিমাসে ৬৫০ ইউরো পর্যন্ত ঋণ পেতে পারেন৷ এই অর্থের অর্ধেক হচ্ছে সুদমুক্ত ঋণ, আর বাকি অর্ধেক হচ্ছে অনুদান যা কখনো ফেরত দিতে হবে না৷
সকল জার্মান শিক্ষার্থী বাফুগ্’এর জন্য আবেদন করতে পারবে৷ তবে বিদেশ থেকে আসা শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু নিয়মনীতি প্রযোজ্য, বিশেষ করে কতদিন ধরে এবং কেন তারা জার্মানিতে অবস্থান করছেন সেগুলো ঋণ প্রদানের ক্ষেত্রে বিবেচনা করা হয়৷ যারা বাফুগ্’এর সহায়তা পাবেন কিনা সে সম্পর্কে নিশ্চিত নন, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংঘে যোগাযোগ করতে পারেন৷
বৃত্তির পরিমাণ
জার্মানিতে বৃত্তি প্রদানের ক্ষেত্রে একজন শিক্ষার্থীর বসবাসের খরচ হিসেবে করা হয়৷ তবে যারা অধ্যয়নের পাশাপাশি কাজ করতে আগ্রহী, তাদেরকে অবশ্যই বিষয়টি বৃত্তি প্রদানকারী প্রতিষ্ঠানকে জানাতে হয়৷ সেক্ষেত্রে কাজের মাধ্যমে অর্জিত অর্থের সমপরিমাণ অর্থ বৃত্তি থেকে বাদ দেওয়া হয়৷
রাজনৈতিক ফাউন্ডেশন
জার্মানির রাজনৈতিক দলগুলো অনুধাবন করতে পেরেছে যে, আজকের শিক্ষার্থীরা ভবিষ্যতের নীতি-নির্ধারক৷ ফলে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং ডক্টরেট প্রার্থীদেরকে অর্থ সহায়তা প্রদানে আগ্রহী জার্মান রাজনীতিবিদরা৷ কারণ যারা জার্মানিতে অধ্যয়ন করবেন, তারা জার্মান প্রতিষ্ঠান এবং সংগঠন সম্পর্কে আরো বেশি ধারণা অর্জন করবেন৷
মেধাবী শিক্ষার্থীরা বিশেষত রাজনৈতিক ফাউন্ডেশন থেকে শিক্ষা বিষয়ক অর্থ সহায়তা পেতে পারেন৷ এক্ষেত্রে অবশ্য প্রার্থীর সামাজিক যোগাযোগের অতীত ক্ষমতা এবং অধ্যয়নের পর নিজের দেশে ফিরে গিয়ে তা কাজে লাগানোর আগ্রহের বিষয়টিও বিবেচনা করা হয়৷
অর্থ সহায়তা বিষয়ক ওয়েবসাইট
জার্মান ছাত্র সংঘের জোট স্কলারশিপ বিষয়ক বিভিন্ন সহায়ক তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে৷ এছাড়া জার্মান একাডেমী এক্সচেঞ্জ সার্ভিস বা ডিএএডি’র ওয়েবসাইটেও এই সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে৷
স্কলারশিপের তথ্য পেতে এই লিংকটি দেখুন- http://www.daad.de/deutschland/foerderung/hinweise/00461.en.html
তথ্য সূত্র: ডয়েচে ভেলে (জার্মান বার্তা সংস্থা)
গ্রন্থনা : স্টুডেন্টকেয়ারবিডি.কম
পরামর্শ : ৯ম শ্রেণি পর্যন্ত পড়েছি, আবার পড়াশোনা করতে চাই
জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিবর্তনের নিয়ম [ছাড়পত্র / TC form]
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের রেজাল্ট ২০২৪
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ ২০২৪ [DLRS circular PDF]
বাংলাদেশ পুলিশ এস আই নিয়োগ ২০২৪ সার্কুলার [Police SI job circular 2024]
আজকের টাকার রেট কত ২০২৪
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ ২০২৪ সার্কুলার (৩৬০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি)
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৫ pdf
বিজিবি নিয়োগ ২০২৪ সার্কুলার ১০৩ তম ব্যাচ [সিপাহী]
ঈদে মিলাদুন্নবী ২০২৪ কত তারিখ, জানালো ইসলামিক ফাউন্ডেশন
ঈদে মিলাদুন্নবী পালন করা কি জায়েজ নাকি বিদআত?
প্রথম আলো হ্যাক, জরুরি সতর্কতা হ্যাকারের
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, আবেদন, নিবন্ধন যেভাবে
প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য ২০২৪ [নতুন image & video]
সরকারি ছুটির তালিকা ২০২৪ PDF (সরকারি ক্যালেন্ডার ২০২৪)
প্রাথমিক বিদ্যালয়ের শপথ বাক্য ২০২৪ [নতুন image & video]
এসএসসি পদার্থ বিজ্ঞানের সকল সূত্র – অধ্যায় ভিত্তিক SSC Physics formula
BOESL দক্ষিণ কোরিয়া লটারি ২০২৪ কবে ছাড়বে, আবেদন, নিবন্ধন যেভাবে
সরকারি ছুটির তালিকা ২০২৪ PDF (সরকারি ক্যালেন্ডার ২০২৪)
ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রশ্ন ও উত্তর ২০২৪ PDF
বর্তমানে যাকাতের নিসাব কত টাকা ২০২৪ [স্বর্ণ ও টাকার যাকাত কত, হিসাবের নিয়ম]
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২৫ pdf