জীবন বীমা কর্পোরেশন নিয়োগ ২০২২ সার্কুলার – ৫৯টি পদ

জীবন বীমা কর্পোরেশন নিয়োগ ২০২২ সার্কুলার প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সহকারী ম্যানেজার পদে ৫৯ জন নিয়োগ দেয়া হবে। ১ম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মানসহ ২য় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।

প্রতিষ্ঠান : জীবন বীমা কর্পোরেশন
পদ সংখ্যা : ৫৯টি
আবেদনের মাধ্যম : অনলাইন
আবেদন শুরুর তারিখ : ৮ মে ২০২২
আবেদনের শেষ তারিখ : ৩১ মে ২০২২
বয়স : ১-৪-২০২২ তারিখে ১৮-৩০ বছর
(কোটা সর্বোচ্চ ৩২ বছর)
অফিশিয়াল ওয়েবসাইট : http://www.jbc.gov.bd

  • পদের নাম : সহকারী ম্যানেজার
  • পদ সংখ্যা : ৫৯টি
  • বেতন : ২২০০০-৫৩০৬০ টাকা (গ্রেড-৯)

আবেদনের যোগ্যতা

কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ১ম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মানসহ ২য় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি। তবে অর্থনীতি, গণিত পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিগ্রিপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন। (৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রি, ৩ বছর মেয়াদী অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রির সমতুল্য হিসেবে গণ্য হবে)

প্রার্থীর বয়স

আবেদনকারী প্রার্থীর বয়স ১ এপ্রিল ২০২২ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের তারিখ

অনলাইনে আবেদন শুরু হবে ৮ মে ২০২২ সকাল ১০টা থেকে, শেষ তারিখ ৩১ মে ২০২২ বিকাল ৫টা পর্যন্ত। এই নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীদের আবেদন করতে হবে।

আবেদন করার পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে http://jbc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।

আবেদন ফি

আবেদন ফি মোট ৫৬০ টাকা। আবেদন ফি জমা দিতে হবে টেলিটক প্রিপেইড সিম থেকে এসএমএসের মাধ্যমে। বিস্তারিত নিয়ম নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

Jiban Bima Corporation Job Circular 2022 download link : http://jbc.teletalk.com.bd/jbc.pdf

জীবন বীমা কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Jiban Bima Corporation Job Circular 2022
Jiban Bima Corporation (JBC) Job Circular 2022

* নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ২৮ এপ্রিল ২০২২ তারিখে ১১ নম্বর পৃষ্ঠায়

Rate this post

 সাবস্ক্রাইব

 দরকারি খবরাখবর ও তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজসহ অন্যান্য সোশ্যল প্লাটফর্মগুলোতে Follow/Subscribe করুন।

Like/Follow our Facebook page

Subscribe our Instagram channel

Follow our Google news page

Subscribe our Youtube channel

সর্বশেষ আপডেট পেতে Edu Daily 24 এর Facebook পেজ, Google news পেজ ও Youtube চ্যানেল সাবস্ক্রাইব/ফলো করুন। নোটিফিকেশন পেতে APPও ইনস্টল করে রাখতে পারেন।

“জীবন বীমা কর্পোরেশন নিয়োগ ২০২২ সার্কুলার – ৫৯টি পদ”-এ 3-টি মন্তব্য

  1. স্যার আমি একজন গরিব ঘরের ছেলে অনেক কস্ট করে এসএসসি পাস করছি। আমার অনেক ইচ্ছা যে আমি দেশ রক্ষা করবো। কিন্তু আমি যে গরিব স্যার।
    আমার পয়েন্ট হচ্ছে 4.79
    যদি চাকরির উপযুক্ত হই তাইলে আমায় নিয়েন স্যার?

    জবাব

মন্তব্য করুন

You cannot copy content of this page