জেএসসিতে এবারো সেরা রাজউক স্কুল


এডু ডেইলি ২৪ প্রকাশ: ডিসেম্বর ২৭, ২০১২, ৯:১৪ অপরাহ্ন / আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৪, ১:১৩ অপরাহ্ন / ১৪
জেএসসিতে এবারো সেরা রাজউক স্কুল

গতবারের মতো এবারো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলের ভিত্তিতে সেরা স্কুল হলো রাজধানীর রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। ২০১২ সালের এ পরীক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানটির ৩৮৯ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এদের মধ্যে ৩২৭ জনই জিপিএ-৫ পেয়েছে। গতবারও জেএসসিতে ঢাকা বোর্ডের স্কুলগুলোর তালিকায় শীর্ষে ছিল দেশসেরা এই শিক্ষাপ্রতিষ্ঠান।
ভালো ফলের ভিত্তিকে স্কুলগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে আছে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। গতবারও শীর্ষ তালিকার দ্বিতীয়তে ছিল শিক্ষাপ্রতিষ্ঠানটি। ভিকারুন নিসা থেকে এবার ১,৫২৯ জন শিক্ষার্থী জেএসসিতে অংশ নিয়েছিল। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১,০৭২ জন।
শীর্ষ তালিকার তৃতীয় নম্বরে আছে ময়মনসিংহ জিলা স্কুল। এ স্কুলের ২৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২২১ জনই জিপিএ-৫ পেয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টার শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জেএসসি ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার জেএসসি ও জেডিসিতে পাস করেছে ৮৬.৯৭ শতাংশ শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৬ হাজার ৯৪২ জন শিক্ষার্থী।

Rate this post