জেএসসিতে ৬০ শতাংশ প্রশ্ন সৃজনশীল থাকবে

Rate this post

২০১৪ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় গণিতে ৬০ শতাংশ সৃজনশীল প্রশ্ন থাকবে। জেএসসির গণিতের নম্বর পুনঃবন্টন করে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা আদেশে এ তথ্য জানানো হয়েছে।
গত বছর জেএসসির বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ছাড়া অন্য বিষয়গুলোর পরীক্ষা সৃজনশীল প্রশ্নপত্রে হয়েছে। এ বছর থেকে গণিতে সৃজনশীল প্রশ্নে ৬০ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নে ৪০ নম্বর বরাদ্ধ রাখা হয়েছে।
গণিতের সৃজনশীলে পাটিগণিত অংশ থেকে দুটি, বীজগণিত থেকে তিনটি, জ্যামিতি থেকে তিনটি এবং পরিসংখ্যান অংশ থেকে একটি করে মোট নয়টি প্রশ্ন থাকবে। প্রতিটি অংশ থেকে একটি করে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।
আর বহুনির্বাচনী অংশে পাটিগণিত থেকে ১০-১২টি, বীজগণিত থেকে ১০-১৫টি, জ্যামিতি থেকে ১০-১৫টি, এবং পরিসংখ্যান অংশ থেকে ২-৩টি করে মোট ৪০টি প্রশ্ন থাকবে।
অন্যদিকে জেএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ২৫ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্নের জন্য বাকী ২৫ নম্বর করেছে এনসিটিবি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আটটির মধ্যে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। আর বহুনির্বাচনীতে থাকবে ২৫টি প্রশ্ন।
সূত্র : বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম

এডু ডেইলি ২৪

Education, News and Information-based portal

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *