জেএসসি ও জেডিসি পরীক্ষা-২০১৭ কাল শুরু
১ নভেম্বর ২০১৭ তারিখ থেকে দেশের ২,৮৩৪টি কেন্দ্রে একযোগে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। প্রতিদিন এ পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
এবারের পরীক্ষায় ২৮,৬২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। ৮ শিক্ষা বোর্ডে জেএসসিতে মোট পরীক্ষার্থী ২০ লাখ ৯০ হাজার ২৭৭ জন এবং মাদ্রাসা বোর্ডের জেডিসি পরীক্ষার্থী ৩ লাখ ৭৮ হাজার ৫৪৩ জন। ছাত্রদের চেয়ে এ বছর ছাত্রীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ২৬৪ জন বেশি। দেশের পাশাপাশি বিদেশের ৯টি কেন্দ্রে এবার ৬৫৯ জন জেএসসি পরীক্ষায় অংশ নেবে।
পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করতে হবে।
বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্যান্য বিষয়ের পরীক্ষা সৃজনশীল পদ্ধেতে হবে।
নিয়মিত শিক্ষার্থীদের এ বছর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্মমূখী শিক্ষা এবং চারুকলা- এই ৩ বিষয়ের পরীক্ষা দিতে হবে না। এসব বিষয়ে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীকে নম্বর দেওয়া হবে।
জেএসসি পরীক্ষার রুটিন (ইমেজ ফরমেট) এই লিংকে : https://edudaily24.com/others/routine/18378/%e0%a7%a8%e0%a7%a6%e0%a7%a7%e0%a7%ad-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%8f%e0%a6%b8%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%9c%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b8/